উইকিউপাত্ত:সাধারণ দাবিত্যাগ

This page is a translated version of the page Wikidata:General disclaimer and the translation is 100% complete.

দ্রষ্টব্য: এই নথিটি মূলত ইংরেজিতে লেখা হয়েছিল। যদিও আমরা আশা করি যে এই নথির উত্তরকালীন অনুবাদগুলো যথাযথ, মূল ইংরেজি সংস্করণ এবং অনুবাদের মধ্যে অর্থের কোনও তারতম্য দেখা দিলে, মূল ইংরেজি সংস্করণটি অগ্রাধিকার পাবে।

উইকিউপাত্ত বৈধতার কোনো নিশ্চয়তা দেয় না

উইকিউপাত্ত হচ্ছে ইন্টারনেটভিত্তিক, মুক্ত বা ফ্রি বিষয়বস্তু বিশিষ্ট, এবং সহযোগীতামূলক কর্মকাণ্ডের দ্বারা তৈরি একটি বিশ্বকোষ। অর্থাৎ, স্বেচ্ছাসেবক সংগঠন বা নিজস্ব কোনো গোষ্ঠী বা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে কেউ, জ্ঞানের সাধারণ উৎসগুলো থেকে মানুষের জ্ঞানের বিকাশে সহায়তা করে। এই প্রকল্পের পরিচালনা পদ্ধতি, ইন্টারনেট সংযোগ আছে এমন যে কাউকে কোনো নিবন্ধ থেকে তার বিষয়বস্তু মুছে ফেলার ক্ষমতা দেয়। প্রসঙ্গত উল্লেখ্য যে, আপনাকে—সম্পূর্ণ, নির্ভুল, এবং নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করার জন্য, এখানে কোনো নিবন্ধের প্রাপ্ত কোনো তথ্য বা বিষয়বস্তু নিয়মিত নিরীক্ষা, পুর্ননিরীক্ষা করা হয় না, এমন কী বিশেষজ্ঞের দ্বারা বিষয়বস্তু যাচাইও করা হয় না।

এটা এজন্য বলা হয়নি যে আপনি উইকিউপাত্তে মূল্যবান ও নির্ভুল তথ্য পাবেন না; বরং বেশিরভাগ ক্ষেত্রে আপনি তা পাবেন। যদিও, উইকিউপাত্ত এখানে থাকা কোনো তথ্যের মেয়াদের নিশ্চয়তা দেয় না। কোনো নিবন্ধের বিষয়বস্তু বা এর অংশবিশেষ সাম্প্রতিককালে পরিবর্তন হতে পারে, অথবা ঐ বিষয়ে জ্ঞানের ঘাটতি আছে, বা ঐ তথ্যগুলো রাখতে চান না—এমন কারো দ্বারা ধ্বংস বা মুছে ফেলাও হতে পারে।

নিয়মিত পুর্ননিরীক্ষণ করা হয় না

উইকিউপাত্তে এমন কোন নির্বাহী সম্পাদক বা সম্পাদকীয় বোর্ড নেই যে তারা কন্টেন্ট প্রকাশিত হবার আগে তা পরিক্ষা করে দেখেন। আমাদের সদা সচল সম্পাদক সম্প্রদায় নতুন পাতাসাম্প্রতিক পরিবর্তনসমূহ নজরদারি করার জন্য এর মতো সুবিধাগুলো করেন। যদিও উইকিপিডিয়ায় আনুষ্ঠানিকভাবে নিবন্ধ পুর্ননিরীক্ষণের কোনো কাজ করে না, কিন্তু পাঠকগণ ভুল সংশোধন ও পুর্ননিরীক্ষণের মতো কাজগুলো অনিয়মিতভাবে চালিয়ে যান। এটা করার জন্য তাঁদের কোনো আইনগত দায়দায়িত্ব নেই। এজন্য নিবন্ধগুলো কোনো উদ্দেশ্যেই আপনাকে মানের ব্যাপারে কোনো নিশ্চয়তা দেবে না। এমন কী যে নিবন্ধগুলো নিয়মিত খুঁটিয়ে দেখা হয় বা অনানুষ্ঠানিকভাবে পুর্ননিরীক্ষণ চলে, অথবা যেগুলো উৎকৃষ্ট নিবন্ধ, সেগুলোর ব্যাপারেও কোনো নিশ্চয়তা উইকিউপাত্ত দেয় না, কারণ আপনি দেখার ঠিক আগেই সেগুলো ভুলভাবে সম্পাদিত হতে পারে।

কোনো অবদানকারী, অর্থযোগানদাতা, প্রশাসক, অথবা উইকিউপাত্তের সাথে কোনোভাবে সংশ্লিষ্ট অন্য কেউ উইকিউপাত্তের কোনো ওয়েবপেইজে প্রদর্শিত কোনো তথ্যের জন্য দায়বদ্ধ নন এবং তথ্যসমূহ ব্যবহারের ফলে আপনার ক্ষেত্রে সংঘটিত কোনোকিছুর দায়দায়িত্ব তাঁরা নেবেন না।

কোনো চুক্তি নয়; সীমিত নিবন্ধন

অনুগ্রহপূর্বক নিশ্চিত হোন যে, এখানে যেসকল তথ্য দেওয়া হয়েছে, তা আপনাকে সরবরাহ করা হয়েছে বিনামূল্যে, এবং আপনার ও এই ওয়েবসাইটের মালিক বা ব্যবহারকারীদের মধ্যে কোনো চুক্তি সাক্ষরিত হয়নি। সার্ভারের মালিকপক্ষ, সার্ভারটি যেখানে অবস্থিত সেখানে অবস্থান করেন। এই প্রকল্পের বা এই প্রকল্পের-ই সহযোগী অন্য কোনো প্রকল্পের কোনো প্রশাসক বা সাসপ(sysop), অথবা অন্যকেউ তাঁদের বিরূদ্ধে আপনার কোনো দাবির সাথে কোনোভাবেই সম্পর্কিত বা সংশ্লিষ্ট নন। আপনাকে এই ওয়েবসাইট থেকে যেকোনো কিছু সীমিতভাবে কপি করার স্বাধীনতা দেওয়া হয়েছে; এটি উইকিউপাত্তের কোনো অংশ বা এর এজেন্ট, সদস্য, সংগঠক বা কোনো ব্যবহারকারীর সাথে কোনো চুক্তিভিত্তিক বা অচুক্তিভিত্তিক দায়বদ্ধতার সৃষ্টি করেনি।

ক্রিয়েটিভ কমন্স অ্যট্রিবিউশন শেয়ার-অ্যালাইক ৩.০ আনপোর্টেড [1]in Dedication|ক্রিয়েটিভ কমন্স পাবলিক ডোমেইন লেখা উৎসর্গ (CC-0)-এর আওতায় উইকিউপাত্ত থেকে প্রাপ্ত কোনো তথ্য ব্যবহার ও পরিবর্তনের অধিকার আপনার রয়েছে, কিন্তু তা কখনোই উইকিউপাত্ত ও আপনার মধ্যে বোঝাপড়ার ব্যপারে কোনো চুক্তি হিসেবে বিবেচিত হবে না। উইকিউপাত্ত ও উইকিউপাত্তের অন্যান্য সহযোগী প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কেউ, উইকিউপাত্তে আপনার অবদানকৃত কোনো তথ্য বা বিষয়বস্তুর কোনোরকম পরিবর্তন, সম্পাদনা, বা মুছে ফেলার ব্যাপারে দায়বদ্ধ নন।

বিষয়বস্তুর আইনগত অধিকার ও বৈধতা

উইকিউপাত্তে প্রদর্শিত তথ্যসমূহ আপনি যেখানে এই তথ্য দেখছেন, সেখানকার বিচারব্যবস্থা অনুযায়ী আইন লঙ্ঘনীয় হতে পারে। উইকিউপাত্তের তথ্যসমূহ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি সার্ভারে সংরক্ষিত, এবং এটি সেখানকার আঞ্চলিক ও ফেডারাল আইন অনুযায়ী সংরক্ষণ করা হয়। আপনার দেশের আইন হয়তো সেখানকার আইনের সাথে সাদৃশ্যপূর্ণ হবে না। উইকিউপাত্ত আইন লঙ্ঘন করাকে সমর্থন বা উৎসাহিত করে না; এবং তাই কোনো আইন লঙ্ঘনের দায়দায়িত্ব উইকিউপাত্ত গ্রহণ করবে না। এই ডোমেইনের বিভিন্ন লিঙ্কে থাকা তথ্যসমূহে আপনি নতুন কিছু সংযুক্ত, ব্যবহার, বণ্টন, পুর্নউৎপাদন, বা পুর্নপ্রকাশ করতে পারেন।

কোনো পেশাগত পরামর্শ নয়

আপনার যদি কোনো সুনির্দিষ্ট পরামর্শের প্রয়োজন হয়, উদাহরণস্বরূপ: চিকিৎসা সম্মন্ধীয়, আইনগত, অর্থনৈতিক, অথবা ঝুকি ব্যবস্থাপনা বিষয়ক, অনুগ্রহপূর্বক ওই বিষয়ের ওপর নিবন্ধিত পেশাদার বা বিশেষজ্ঞের শরণাপন্ন হোন।